নিউজফিড,ডেস্ক:
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপি মঙ্গলবার (২ জুলাই) দুপুরে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চাঁন, রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, কেএম মাহবুবর রহমান হারেজ, হামিদুল হক চৌধুরী হিরু, শেখ তাহাউদ্দিন নাহিন, কেএম খায়রুল বাশার, সৈয়দ আব্দুল গফুর দারা, মনিরুজ্জামান মনির, খাদেমুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা সরকারের দেওয়া চলতি অর্থবছরের বাজেটের বিরোধিতা করে বক্তব্য দেন।