নিউজফিড ঢাকা:
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের পুত্রবধূকে গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মেরিনার বাবার দাবি, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তবে কারা গুলি করেছে তা নিশ্চিত নন তারা। এদিকে ঘটনার সময় মেরিনার স্বামী ও শ্বশুর বাসায় ছিলেন না।
শুধু মেরিনা ও তার দুই সন্তান বাসায় ছিল বলে দাবি কাজী ফিরোজ রশীদের পরিবারের। তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে দাবি করা হয়, মেরিনা মানসিকভাবে ভারসাম্যহীন নিজেই নিজেকে গুলি করেছেন।
তবে চিকিৎসক বলছেন, মেরিনার পিঠের পেছন দিকে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি এখনো শঙ্কামুক্ত নন বলেও জানিয়েছেন চিকিৎসক।